ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বেশি দামে লবণ বিক্রি ও মজুদ করায় ১৩ ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
বেশি দামে লবণ বিক্রি ও মজুদ করায় ১৩ ব্যবসায়ীকে জরিমানা

নবাবগঞ্জ (ঢাকা): লবণের দাম বৃদ্ধির গুজবকে পুঁজি করে বেশি দামে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে ১৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল থেকে বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীদের জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাউদ্দিন মঞ্জুর।

ইউএনও সালাউদ্দিন মঞ্জু বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন এলাকার হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ১৩ ব্যবসায়ীকে আটক করে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে একটি কুচক্রী মহল সর্বদা গুজব ছড়াতে তৎপর রয়েছে। তাই গুজব রোধে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। আমরা গুজব রোধে জন-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন চেয়ারম্যান মেম্বারদের নিয়ে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।