ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় পেঁয়াজ ক্রয়-গুজব প্রতিরোধের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
খুলনায় পেঁয়াজ ক্রয়-গুজব প্রতিরোধের দাবি মানববন্ধন, ছবি: বাংলানিউজ

খুলনা: পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতি, চলতি মৌসুমে প্রকৃত চাষিদের কাছ থেকে সরকারিভাবে পেঁয়াজ ক্রয় ও গুজব প্রতিরোধের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি।

বুধবার (২০ নভেম্বর) বিকালে খুলনা প্রেসক্লাবের সামনে দলটির মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নেতারা বলেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে।

মতলববাজ, লুটেরা ও দুর্বৃত্তদের কারণে কৃষক-শ্রমিক শ্রেণির মানুষ পথে বসতে চলেছে। সিন্ডিকেটের মাধ্যমে মজুদদার-সিন্ডেকেটবাজরা কোটি কোটি টাকা লোপাট করছে। আর কৃষক-শ্রমিক ন্যায্য পাওনা না পেয়ে পথে বসতে চলেছে।

ওয়ার্কার্স পাটি মহানগর সভাপতি মফিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নগর সাধারণ সম্পাদক এস এম ফারুক উল ইসলাম, মো. মনিরুজ্জামান, শ্রমিকনেতা মনির আহমেদ, খলিলুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, অ্যাডভোকেট কামরুল ইসলাম জোয়াদ্দার, বাবুল আখতার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।