ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাছ ধরতে গিয়ে কালাবদরে জেলে নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
মাছ ধরতে গিয়ে কালাবদরে জেলে নিখোঁজ

বরিশাল: বরিশাল সদর উপজেলার কালাবদরে মাছ ধরতে গিয়ে জহির হাওলাদার (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জহির হাওলাদার সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের বাসিন্দা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার।

তিনি বলেন, একটি ডিঙি নৌকা নিয়ে কালাবদর নদীতে নৌকায় মাছ ধরতে থাকেন চন্দ্রমোহন এলাকার বাসিন্দা জহির হাওলাদার ও হাসান হাওলাদার।

বুধবার (২০ নভেম্বর) রাত ৩টার দিকে ঢাকা থেকে পটুয়াখালী একটি লঞ্চ নৌকাটিকে চাপা দিয়ে চলে যায়।

এ সময় হাসান হাওলাদার তীরে উঠতে সক্ষম হলেও জহির হাওলাদার নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরিদল নদীতে তল্লাশি করলেও নিখোঁজ জহিরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশের টিমও উপস্থিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।