ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রত্যাশা জাপানের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রত্যাশা জাপানের

ঢাকা: রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রত্যাশা করে এই প্রক্রিয়ায় জাপান পাশে আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল পিসবিল্ডিং: ডিসকোর্সেস ফ্রম জাপান অ্যান্ড বিয়ন্ড’- শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বিস ও রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮১।

এতে বিশেষ অতিথি ছিলেন জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

নাওকি ইতো তার বক্তব্যে বলেন, বাংলাদেশে এক মিলিয়নের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে আশ্রয় নিয়েছে। জাপান রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রত্যাশা করে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মিয়ানমারের নেত্রী সু কি’র আলোচনা হয়েছে।  

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন,  বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এটা ভুটানের জনসংখ্যার চেয়েও বেশি। তবে এখানে তারা শান্তিতে অবস্থান করছে। বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাবের সাবেক সভাপতি এয়ার কমোডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী। এতে বক্তব্য রাখেন লে জে মঈনুল ইসলাম, বিসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ উদ জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার এম মনিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।