ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে পদ্মায় গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
লালপুরে পদ্মায় গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

নাটোর: নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে মো. নিরব (৮) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বালুঘাটে এ ঘটনা ঘটে।  

নিরব বরিশালের পাথরঘাটা উপজেলার কালিবাড়ি গ্রামের সুমন আলীর ছেলে।

সে লক্ষ্মীপুর নূরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। ওই গ্রামে তার নানা ফরমান আলীর বাড়িতে থেকে পড়াশোনা করতো নিরব।

লালপুর উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ নিরবকে উদ্ধারের চেষ্টা চলছে। খবর পেয়ে রাজশাহী থেকেও ডুবুরি দল রওনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।