ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
রাজৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবাই খান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। রুবাই ওই উপজেলার রাজৈর পৌর এলাকার পশ্চিম রাজৈর গ্রামের শওকত খানের ছেলে ও স্থানীয় কেজেএস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ঘরের চালে ওপর লাউ কাটতে উঠে রুবাই। এসময় চালার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় সে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মিঠুন বিশ্বাস বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগেই রুবাইয়ের মৃত্যু হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এমদাদুল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।