ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুর সীমান্ত থেকে আরও ৯ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
মহেশপুর সীমান্ত থেকে আরও ৯ জন আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ নয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে মহেশপুর উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির অধীন মাঠপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) ভোরে একই সীমান্ত থেকে চার জনকে আটক করা হয়।

এদের মধ্যে দু’জন নারী ও দু’জন পুরুষ।

খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান বাংলানিউজকে জানান, আটক নয় জনের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে। এরা সবাই নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।  

** মহেশপুর সীমান্তে নারীসহ আটক ৪

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।