ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণের অভিযোগকারী কারাগারে, জামিনে আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
ধর্ষণের অভিযোগকারী কারাগারে, জামিনে আসামি

ফেনী: সোনাগাজীর আলোচিত ধর্ষণ মামলায় অভিযুক্ত শফিউল্লাহকে জামিন দিয়েছেন আদালত। তবে মামলার বাদীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।

আসামি শফিউল্লাহর আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল হক মিলকী বলেন, আদালতে বাদী ও বিবাদী দুইজন-ই হাজির হন।

আদালতে পিটিশন দায়ের করেন বাদী।  

‘পিটিশনে শাশুড়ির প্ররোচনায় জ্যাঠা শ্বশুর শফিউল্লাহর বিরুদ্ধে বাদী ধর্ষণের অভিযোগ এনে মিথ্যা মামলা করেছেন বলে উল্লেখ করেন। ’

ফয়জুল মিলকী বলেন, বাদী তার পিটিশনে উল্লেখ করেন-সুযোগ বুঝে এক রাতে অপরিচিত লোক এসে তার সঙ্গে শারীরিক মিলনে লিপ্ত হলে তিনি অন্তঃস্বত্তা হয়ে পড়েন। এ ঘটনা জানার পরে তার শ্বাশুড়ি তাকে জ্যাঠা শ্বশুর শফিউল্লাহর বিরুদ্ধে মামলা করার জন্য প্ররোচনা দেন। আদালত ঘটনা অবহিত হয়ে মিথ্যা মামলার অভিযোগে বাদীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। ’

এর আগে শফিউল্লাহর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এসে রোববার (২৪ নভেম্বর) করেন ওই প্রবাসীর স্ত্রী।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসএইচডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।