ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ইউসিসিএ কর্মচারীদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
ইউসিসিএ কর্মচারীদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা পথযাত্রায় ইউসিসিএ কর্মচারীরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ইউসিসিএ কর্মচারীদের রাজস্ব বাজেট ভুক্ত করণ ও রাজস্বকরণ না হওয়ার আগ পর্যন্ত ৭০ শতাংশ বেতন অব্যাহত না রাখার প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন (বিআরডিবি)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সামনে পথযাত্রা শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এ স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতারা।

এর আগে ২৪ নভেম্বর (রোববার) একই দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

পথযাত্রা শেষে বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল মিয়া বলেন, আমাদের দাবি যতদিন মানা না হবে। আগামী বুধবার (২৭ নভেম্বর) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।
 
পথযাত্রার আগে সংগঠনের সভাপতি দুলাল মিয়া বলেন, ২০১২ সালে ইউসিসিএ কর্মচারীদের রাজস্বকরণ ও রাজস্বকরণ না হওয়ার আগ পর্যন্ত ৭০ শতাংশ বেতন অব্যাহত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত সাত বছরেও এ সিদ্ধান্ত আলোর মুখ দেখেনি। ফলে দুই হাজারেরও কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।

পথযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেখ ফেরদাউস, সিনিয়র সহ-সভাপতি আ. শহিদ, মীর ফজলুল হক, সহ-সম্পাদক সাচ্চু হোসেন, কোষাধ্যক্ষ শাকিল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
পিএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।