ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

পতাকা বৈঠকের মাধ্যমে ৩ জেলেকে ফেরত দিলো বিএসএফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
পতাকা বৈঠকের মাধ্যমে ৩ জেলেকে ফেরত দিলো বিএসএফ

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদী থেকে তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে পদ্মা নদীতে মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় তাদের ফেরত দেওয়া হয়।

তিন জেলে হলেন- রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্ত এলাকার ভানুকর চাইপাড়ার খলিল ব্যাপারীর ছেলে বাবু ব্যাপারী (৩০), চারঘাট উপজেলার রাওথা গ্রামের ইয়াজুলের ছেলে এনামুল হক (৪৫) ও একই গ্রামের সাজদার রহমানের ছেলে হাসিবুল ওরফে ডাবু (২০)।

এর আগে মঙ্গলবার সকালে বাঘা উপজেলার আতারপাড়া সীমান্ত এলাকার পদ্মা নদীতে মাছ শিকার করছিলেন ওই তিন জেলে। এ সময় নিজ সীমানা অতিক্রম করে ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে তিন জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ।

রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, তিন জেলেকে ফিরিয়ে আনার জন্য আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার চিঠি দিয়ে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানান।

আমন্ত্রণে সাড়া দিয়ে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ। পরে তাদের ক্যাম্পে নেওয়া হয়। আইনি প্রক্রিয়ায় মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

এর আগে গত ২৩ নভেম্বর বাংলাদেশি দুই কৃষককে ধরে মিয়ে যায় বিএসএফ। আটক দুই কৃষক হলেন- রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের তছির উদ্দিনের ছেলে এরাজুল ইসলাম (৫০) ও মৃত মিনু মন্ডলের ছেলে সুমন আলী (৩৫)।

তাদেরকে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে ওই ঘটনায়ও দু'জনকে ফেরত চেয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে চিঠি দিয়েছিল বিজিবি।  

কিন্তু বিজিবির পতাকা বৈঠকের আমন্ত্রণের চিঠি পেয়েও শেষ পর্যন্ত সাড়া দেয়নি বিএসএফ।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।