ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকাজুড়ে মেয়র হানিফের উন্নয়নের ছোঁয়া আজও দৃশ্যমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
ঢাকাজুড়ে মেয়র হানিফের উন্নয়নের ছোঁয়া আজও দৃশ্যমান

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, তুরাগ থেকে বুড়িগঙ্গা তীর পর্যন্ত মেয়র মোহাম্মদ হানিফের উন্নয়নের ছোঁয়া আজও দৃশ্যমান। তিনি সবসময় এ শহরের মানুষের পাশে ছিলেন। আমৃত্যু তিনি সবুজ ও বাসযোগ্য ঢাকা প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাঈদ খোকন বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর ঢাকার মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন আমার বাবা।

তার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা শহরে আন্দোলন শুরু হয়। ১৯৭৬ সাল থেকে আমৃত্যু তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ ঢাকায় শক্তিশালী অবস্থান গড়ে তোলে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রতি তার আনুগত্য ছিল অবিশ্বাস্য। নেত্রীর প্রতি কতটুকু আনুগত্য থাকলে নিজের জীবন দিয়ে নেত্রীর জীবন বাঁচানো যায়। ঢাকা মহানগরের নেতাকর্মীরা শেখ হাসিনার পাশে থাকলে তার আত্মা শান্তি পাবে।

ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য হাজী সেলিম, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কাউন্সিলর মো. হুমায়ুন কবির ও আবু আহমেদ মন্নাফী।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
ডিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।