ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত জুয়েল আহমেদের মরদেহ

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল আহমেদ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। জুয়েল জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে।

তিনি পরিবার নিয়ে ইনাতাবাদ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

মৃতের পরিবারের বরাত দিয়ে হবিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম বাংলানিউজকে জানান, দুপুরে গোসল শেষে ভেজা কাপড় বাড়িতে টানানো বৈদ্যুতিক তারে রাখা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন জুয়েল। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে ডা. মুখলেছুর রহমান মৃত ঘোষণা করেন।  

হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য জুয়েলের মরদেহটি হবিগঞ্জ হাসপাতাল মর্গে রাখা আছে। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।