ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
ধামরাইয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে ইদুল (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই শ্রমিক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা বাসস্ট্যান্ডের পাশে ‘একেএইচ ইকো অ্যাপারেলস লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

ইদুল চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার চামাভাণ্ডার গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে।

 

আহতরা হলেন- আনোয়ারুল (২৮) ও আজিম (২২)। তারা সবাই ওই কারখানার নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রির কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকালে কারখানার একটি ভবনের বাইরের দেয়ালে প্লাস্টারের কাজ করার সময় বাঁশের মাচা ভেঙে তিন তলা থেকে নিচে পড়ে যায় ওই তিন শ্রমিক। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল হাসপাতালে নিলে চিকিৎসক এদের মধ্যে ইদুলকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দু’জনের মধ্যে আজিম হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ও আনোয়ারুল চিকিৎসাধীন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্রসাহা বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।