ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় ২৭৩৫ পিস ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
সলঙ্গায় ২৭৩৫ পিস ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় মহাসড়কে অভিযান চালিয়ে ২৭৩৫ পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।

সোমবার (২ ডিসেম্বর) রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার সিআরপিসি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।    
                       
আটক ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে বেলাল হোসাইন মিজান (৩৪) ও শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সাজানপুর গ্রামের মৃত খালেদ মৃধার মেয়ে মোছা. মেঘলা আক্তার মণি (২২)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিআরপিসি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুই মাদক বিক্রেতাকে আটক করে তল্লাশি চালিয়ে ২৭৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
                
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।