ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
রংপুরে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার দুই সন্তানসহ মায়ের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের বাহারকাছনা এলাকার একটি বাড়ি থেকে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করা হয়েছে।

 

রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মোত্তাকি ইবনু মিনান বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন বছরের মেয়ে (নেহা) ও এক বছরের ছেলেসহ (বাবু) অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেও (আব্দুর রাজ্জাক) আত্মহত্যার চেষ্টা করেন। পারিবারিক কলহের জেরে এটা হতে পারে। তবে,  আমাদের ধারণা আব্দুর রাজ্জাক মাদকাসক্ত। তাকে আটক করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।