সোমবার (০৯ ডিসেম্বর) সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন সম্পর্কে শাজাহান খানের হুমকি বিষয়ে সেতুমন্ত্রী বলেন, বক্তব্য আসাটা ভিন্ন।
খালেদার জামিন বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপির কে যে কখন কি বলেন তা বোঝা বড় কঠিন। তাদের এই মুহূর্তে নেতৃত্বের দুর্বলতাই তাদের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলেছে বলে আমি মনে করি। তাদের নেতৃত্ব সংকটে আছে। নেতৃত্বই অস্তিত্ব ঝুঁকির মুখে পড়েছে। তাদের দুইজন নেতা বিদায় নিয়েছেন, কে যে কখন যায় বলা মুশকিল। তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলছে, টানাপড়েন চলছে। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নিয়েও তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলছে।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নিয়ে কেউ বলছেন আন্দোলনের এখনও সময় হয়নি। তারা আসলে সিদ্ধান্তটা কী নেবে সেটা বলা মুশকিল। তারা এখন সবকিছুতে ব্যর্থ হয়ে আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছেন। তাহলে কি তারা আদালতের বিরুদ্ধে আন্দোলন করছেন, এটা আমার প্রশ্ন?
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
জিসিজি/জেডএস