ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খানজাহান আলীর মাজারে দুই দিনব্যাপী ওরশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
খানজাহান আলীর মাজারে দুই দিনব্যাপী ওরশ

বাগেরহাট: খানজাহান আলীর (রহঃ) ওফাত দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) ফজরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে ওরশ শুরু হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে এ ওরশ শেষ হবে।

সোমবার সন্ধ্যায় মাজার এলাকায় দেখা যায় ভক্তদের ভিড়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির হাজার হাজার মানুষ এসেছেন ওরশে।

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আসা মো. হাসিব হাসান খোকন বলেন, খানজাহান আলী এখানে ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থেকে তিনি অনেক অলৌকিক হিসাব বুঝিয়ে দেন। যা কাগজ কলমে বুঝানো যাবে না।

মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, প্রায় ৬শ বছর ধরে এখানে খানজাহান আলী মাজারে বাৎসরিক ওরশ পালিত হয়। এখানে  এ দুদিনে লাখ লাখ ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।