ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ আটক ৪ আটক চারজন ডিবি পুলিশ হেফাজতে।

বগুড়া: বগুড়ায় অভিযান চালিয়ে দু’টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বগুড়া ডিবি কার্যালয় থেকে পাঠানো এক  প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার খাদাইল এলাকা থেকে দু’টি মোটরসাইকেলসহ চারজনকে আটক করা হয়।

আটক চারজন হলেন- শিবগঞ্জ উপজেলার খাদাইল এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে আ. রাজ্জাক (৪১), মৃত হাচেন সোনার ছেলে মোকাররম হোসেন (৩৮), গলিকাতি এলাকার তোজাম মণ্ডলের ছেলে তৌহিদুল ইসলাম (৩০), কাহালু উপজেলার কাজিপাড়া এলাকার রইচ উদ্দিনের ছেলে জাকিউল ইসলাম বাচ্চু (২৮)।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ওই চার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠনো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
কেইউএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।