ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

২ ইটভাটাকে উচ্ছেদ করলো পরিবেশ অধিদপ্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
২ ইটভাটাকে উচ্ছেদ করলো পরিবেশ অধিদপ্তর চিমনি উপড়ে ফেলা হয়েছে। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উজেলার উত্তমপুর এলাকায় অভিযান চালিয়ে দু’টি অবৈধ ইটভাটাকে উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. তোতা মিয়া জানান, অভিযানে ওই এলাকার মো. নিজাম মুন্সির মালিকানাধীন মেসার্স এমটিবি ব্রিকস ও মো. মাসুদ মুন্সী পরিচালিত মেসার্স এ এম বি ব্রিকস নামক ইটভাটা দু’টির আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় নেভানোয় এবং ভ্যাকু মেশিন দিয়ে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়।

পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটা দু’টির আনুমানিক ১০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ইটভাটা দু’টি বন্ধ করে দেওয়া হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় এবং অবৈধভাবে ড্রাম চিমনির ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।