ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অস্ত্র-বোমা-মাদকসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
ঝিনাইদহে অস্ত্র-বোমা-মাদকসহ গ্রেফতার ১

ঝিনাইদহ: ঝিনাইদহে শহরের ব্যাপারীপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্র, হাত বোমা ও মাদকসহ তরুন হোসেন ওরফে হাতকাটা তরুন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। তরুন ওই এলাকার রমজান আলীর ছেলে।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দীন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ব্যাপারীপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে তরুনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় ছয়টি হাত বোমা, ছয়টি ছোরা, একটি চাপাতি ও ১৯ বোতল ফেনসিডিল। তরুনের বিরুদ্ধে ঝিনাইদহসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।