ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
ধামরাইয়ে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে মাইক্রোবাসের ধাক্কায় শাহীন আলী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহীন আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এলাকার মো. নজরুল সরকারের ছেলে।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন শাহীন। ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শাহীন মারা যান।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সিদ্দিক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক মাইক্রোবাসটি আটক করা যায়নি। মরদেহ থানায় নিয়ে আসা এসে শাহীনের পরিবারকে খরব দেওয়া হয়েছে। শাহীনের পরিবার এলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এসআই আবু সিদ্দিক।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।