ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি অবমাননা, শিক্ষক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি অবমাননা, শিক্ষক বরখাস্ত ছবি: প্রতীকী

বরিশাল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস।

তিনি জানান, সাময়িক বহিষ্কার করা ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পরীক্ষা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষক মিলনায়তনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননাসহ প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীর বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানিয়ে তার অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা ইউএনও’র কাছে ১২ দফা অভিযোগ দায়ের করেছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ওই বিদ্যালয়ের শিক্ষক, কাউন্সিল নেতারা সাধারণ জনগণ। এ অভিযোগে পরিপ্রেক্ষিতে উপজেলা ইউএনও তদন্ত কমিটি গঠন করেন এবং নিজেও ঘটনার তদন্ত করে সত্যতা পেয়ে এ ব্যবস্থা নেন।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।