ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
খাগড়াছড়িতে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ দু’জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের ইটভাটা এলাকায় অভিযান চালানো হয়।

আটক দু’জন হলেন-নিতু চাকমা ও পলিময় চাকমা।

 

পুলিশ জানায়, আটক নিতু খাগড়াছড়ির মাইসছড়ির বাসিন্দা অজিত কুমার চাকমার ছেলে ও পলিময় ত্রিপুরা পেরাছড়ার বাসিন্দা সোনালি বিকাশ ত্রিপুরার ছেলে। আটক দু’জন ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য বলে জানা গেছে। খাগড়াছড়ি সদর জোনের ক্যাপ্টেন ফয়সাল মাহাবুব এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বাংলানিউজকে জানান, অস্ত্রসহ আটক দু’জনকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।