ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় জেলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
বগুড়ায় জেলের মরদেহ উদ্ধার জেলে আব্দুল রহিম মরদেহ। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চন্ডিপুর এলাকায় মাঠ থেকে আব্দুল রহিম (৪৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের চন্ডিপুর মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়। রহিম নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে রহিম চন্ডিপুর গেদা পাগলার মাজারে গান শুনতে যান। দুপুরে নন্দীগ্রাম উপজেলার চন্ডিপুর এলাকার মাঠে তার মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির বাংলানিউজকে জানান, রহিমের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান ওসি শওকত।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
কেইউএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।