ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে আলগামন উল্টে অসুস্থ স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
মেহেরপুরে আলগামন উল্টে অসুস্থ স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

মেহেরপুর: অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পথে আলগামন উল্টে আয়েশা খাতুন (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বামী জালাল উদ্দীন।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামের উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, জালশুকা গ্রামের জালাল উদ্দীনের স্ত্রী আয়েশা খাতুন সকালে স্ট্রোক করেন।

স্বামী জালাল উদ্দীন অসুস্থ স্ত্রীকে আলগামনে করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে গাংনী-হাটবোয়ালীয়া সড়কের গাংনী কাঁচাবাজার এলাকায় একটি ছাগলকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এতে স্বামী স্ত্রী দু’জনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা খাতুনকে মৃত ঘোষণা করেন।

আলগামনের চালক আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, রাস্তার উপর মাছের বাজারের পানি থাকায় ও একটি ছাগলকে সাইড দিতে গিয়ে গাড়ি উল্টে পড়ে রাস্তার উপর।

এদিকে, জালাল উদ্দীনকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত আয়েশা খাতুনের মরদেহ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
কেএআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।