ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পিকআপভ্যান চাপায় মারিয়া আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার আটিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া সদর উপজেলার কাফিলাতলী এলাকার নিজাম উদ্দিনের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু মারিয়া তার মায়ের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল৷ বাড়ির সামনে পৌঁছে সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে সড়ক পারাপার সময় দ্রুতগামী একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় গাড়িটিসহ চালক মামুন হোসেনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।