রোববার (১৫ ডিসেম্বর) রাতে বাংলানিউজকে এ তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন- কলকারখানা পরিদর্শকের এক সদস্য, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এক সদস্য, জেলা পুলিশের এক সদস্য ও ফায়ার সার্ভিসের এক সদস্য।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজে নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে ফ্যান কারখানায় আগুনের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার কেশোর্তা এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানার তৃতীয় তলায় সন্ধ্যা ৬টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। সাড়ে ৭টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
আরএস/জেডএস