ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন

কক্সবাজারের চকরিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কাকারা ইউনিয়ন শাখার পক্ষ থেকে মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম সিদ্দিকীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কাকারা ইউনিয়নের নেতা-কর্মীরা মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় এলাকাবাসীও এ মুক্তিযোদ্ধার কবরে ফুলেল শ্রদ্ধা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের সভাপতি ব্যাংকার রফিকুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল করিম চৌধুরী, উপদেষ্টা জহির আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নঈম মোহাম্মদ তৌফিক উদ্দিন, কৃষি সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ, শিক্ষা সম্পাদক এরশাদুল ইসলাম, মো. বাবুল ও আবিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।