ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উত্তরায় ৮৬২ বোতল ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
উত্তরায় ৮৬২ বোতল ফেনসিডিলসহ আটক ২

ঢাকা: রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকা থেকে ৮৬২ বোতল ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন- মোহাম্মদ আলী (৩০) ও রুবেল (৩০)।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে তাদের আটক করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।  

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, হাউজ বিল্ডিং ৬নম্বর সেক্টর এলাকার ঢাকা-ময়মনসিংহ রোডে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে আটক করে। এ সময় ৮৬২ বোতল ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।  

চক্রটি রাজশাহীর সীমান্তবর্তী এলাকা হয়ে ফেনসিডিল নিয়ে আসে। এরপর চালানগুলো বিশেষ কৌশলে পণ্যবাহী ট্রাকে করে রাজধানী ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।