ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘আল্লাহর দলের’ তিন সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
‘আল্লাহর দলের’ তিন সদস্য আটক

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ তিন সদস্যকে আটক করেছে পুলিশের  অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

আটকরা হলেন- আব্দুল্লাহ আল হাসনাত ওরফে কল্লোল, মো. আমিনুল ইসলাম ওরফে সেতু ও মো. ফজলে করিম ওরফে সোহাগ।

বুধবার (১৮ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন ধরনের দলিল, উগ্রপন্থি কাগজপত্র ও বই উদ্ধার করা হয়।
 
এটিইউর পুলিশ সুপার (ইন্টেলিজেন্স শাখা) এস এম হাসানুল জাহীদ জানান, আটক কল্লোল আল্লাহর দলের খুলনা ও বরিশাল বিভাগের নিয়ন্ত্রক ছিলেন। সেতু ছিলেন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার নির্বাহী নায়ক এবং সোহাগ ছিলেন খুলনার বিভাগীয় নায়ক।

তারা খুলনা থেকে ঢাকায় এসে জনসাধারণের মধ্যে ধর্মীয় উগ্রবাদ মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।