ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহম্মদপুরে ট্রলিচাপায় মোটরসাইকেলআরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
মহম্মদপুরে ট্রলিচাপায় মোটরসাইকেলআরোহী নিহত ইয়াছিন। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় ট্রলিচাপায় ইয়াছিন (২১) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। 

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মৌশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইয়াসিন মহম্মদপুর উপজেলার মৌশা মোল্যাপাড়ার মৃত মুজিবর মোল্যার ছেলে।

পুলিশ জানায়, ইয়াসিন মহম্মদপুর উপজেলার শেখ হাসিনা সেতুর পূর্ব পাশ থেকে বোন রাশিদাকে (২৩) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।  উপজেলার মৌশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত রাশিদাকে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে নেওয়া হলে হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে ফরিদপুর মেডিক্যালে কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।