ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহের চাকরিজীবীদের ভাতা বাড়লো ৩০ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ময়মনসিংহের চাকরিজীবীদের ভাতা বাড়লো ৩০ শতাংশ

ঢাকা: ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় বেসামরিক প্রশাসনে কর্মরত সরকারি কর্মচারীদের দৈনিক ভাতা সাধারণ হারের চেয়ে ৩০ শতাংশ বাড়িয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গত ১২ ডিসেম্বর জারি করা হয়। এ আদেশ জারির তারিখ থেকে ভাতা কার্যকর হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে অনুবৃত্তিক্রমে ব্যয়বহুল স্থান হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহর এবং সাভার পৌর এলাকার ন্যায় ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় বেসামরিক প্রশাসনে কর্মরত সরকারি কর্মচারীগরা দৈনিক ভাতা সাধারণ হারের চেয়ে অতিরিক্ত ৩০ শতাংশ হারে নির্ধারণ করা হলো।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
জিসিজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।