ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুয়াশায় ফগলাইট ব্যবহার ও গতি সীমিত রাখার পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
কুয়াশায় ফগলাইট ব্যবহার ও গতি সীমিত রাখার পরামর্শ ফাইল ফটো

ঢাকা: দেশজুড়ে চলমান মৃদু শৈত্যপ্রবাহ ক্রমেই তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় মহাসড়কে চলাচলকারী যানবাহনকে ফগলাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রাখার পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হাইওয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি তানভীর হায়দার চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারাদেশে তাপমাত্রা কমে এসেছে।

চলতি বছরে প্রথমবারের মতো শৈত্যপ্রবাহ বইছে। এর প্রভাবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। সারাদেশে চলমান মৃদু শৈত্যপ্রবাহ ক্রমেই তীব্র হতে পারে। ফলে দেখা দিতে পারে তীব্র বাতাস ও কুয়াশা।

বর্তমানে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেকটাই কমে এসেছে। ফলে মহাসড়কে পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে ধারণা না পাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা থাকছে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমতে পারে।

এ অবস্থায় হাইওয়ে পুলিশের সব রিজিয়নের থানা/ফাঁড়ির ইনচার্জ, ডিউটিরত টহল দল এবং মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকদের রাস্তায় ফগলাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রেখে অধিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
পিএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।