ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
যশোরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

যশোর: যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। আব্দুর রহমান ওই পাড়ার বাসিন্দা।

নিহত আব্দুর রহমানের ভাই সালাউদ্দিন বাবু বাংলানিউজকে জানান, দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিষয়ে মোল্লাপাড়ার আকরাম-আল-হোসেনদের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।