ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে চট্টগ্রামের মেয়র: নঈম নিজাম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে চট্টগ্রামের মেয়র: নঈম নিজাম 

ঢাকা: নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন নগরবাসীকে দেওয়া অঙ্গীকার পূরণে এগিয়ে রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম। 

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।  

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, আ জ ম নাছির একজন আপাদমস্তক রাজনীতিক।

তিনি যে অবস্থান সৃষ্টি করেছেন, সেজন্য মানুষের প্রত্যাশা বেশি। সেক্ষেত্রে আ জ ম নাছির সফল। এখন রাজনীতিতে টেন্ডারবাজিসহ নানা কিছুর দেখা মিলে। নাছির সেক্ষেত্রে ব্যতিক্রম। তিনি জনগণকে দেওয়া রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতি পূরণ করেন।  

পড়ুন>>​নগর উন্নয়নে সব সংস্থার সমন্বয় জরুরি: মেয়র নাছির 
      >> চট্টগ্রাম শহরের নান্দনিকতার জন্য কাজ করছি: মেয়র নাছির
      >>চট্টগ্রাম শহরকে নান্দনিক করতে কাজ করছি: মেয়র নাছির

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের কথা উল্লেখ করে তিনি বলেন, মেয়র আনিসও তার জায়গা থেকে সর্বোচ্চ মানুষের জন্য কাজ করেছেন। গাবতলীসহ দখল হওয়া নানা জায়গা উচ্ছেদ করেছেন।  

মেয়র আ জ ম নাছির উদ্দিন পাশে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম ও বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার।  ছবি: জি এম মুজিবুর

‘তবে চট্টগ্রাম শহরে এরকম নেই। মানুষের জন্য কাজ করতে স্বপ্ন দেখতে হয়। আ জ ম নাছিরের সেই স্বপ্ন রয়েছে। ইউরোপ- আমেরিকার মতো পরিচ্ছন্ন শহর চট্টগ্রাম,’ যোগ করেন স্যাটেলাইট টেলিভিশন নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম।  

এর আগে সংলাপের শুরুতেই স্বাগত বক্তব্য দেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার। এ সময় চট্টগ্রাম শহরের উন্নয়নে সিটি করপোরেশনের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন।  

অনুষ্ঠানে বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, নিউজটোয়েন্টিফোর টিভির হেড অব নিউজ রাহুল রাহা, বাংলানিউজের হেড অব নিউজ আহমেদ জুয়েল, স্পেশাল করেসপন্ডেন্ট তপন চক্রবর্তী, চিফ অব করেসপন্ডেন্টস তৌহিদুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা নিয়াজ মোরশেদ এলিট প্রমুখ উপস্থিত ছিলেন।    

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
টিএম/এসএইচএস/এমএ/জেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।