ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নগর উন্নয়নে সব সংস্থার সমন্বয় জরুরি: মেয়র নাছির 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
নগর উন্নয়নে সব সংস্থার সমন্বয় জরুরি: মেয়র নাছির 

ঢাকা: নগর উন্নয়নে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয় জরুরি বলে মনে করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। 

তিনি বলেছেন, নগর উন্নয়নে সংশ্লিষ্ট যেসব সংস্থা রয়েছে সেগুলোর মধ্যে সমন্বয় করা প্রয়োজন এবং জরুরি। এটা করা গেলে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে।

শহরের গণপরিবহনে যেভাবে দিনদিন চাপ বাড়ছে, কিন্তু ওইভাবে আগে থেকে পরিকল্পনা নেওয়া হয়নি। সুষম নগর উন্নয়নের জন্য আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।  

পড়ুন>>চট্টগ্রাম শহরকে নান্দনিক করতে কাজ করছি: মেয়র নাছির

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলানিউজের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়র নাছির এ কথা বলেন।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) অঙ্গপ্রতিষ্ঠান অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলানিউজ সংলাপে বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন, পাশে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার।  ছবি: জি এম মুজিবুর মেয়র বলেন, ঢাকায় যে মেট্রোরেল হচ্ছে, এটা অনেক আগেই চট্টগ্রাম শহরে হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। শহরে যত্রতত্র পার্কিংও এটা বিশৃঙ্খলা। এখন পুলিশের সঙ্গে বসেছি, আমরা সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি।

সংস্থাগুলোর সমন্বয়হীনতার কথা তুলে ধরে মেয়র নাছির বলেন, ওয়াসার প্রকল্প বাস্তবায়নে শহরের রাস্তা ব্যাপকভাবে কাটতে হয়। বিটিসিএলও রাস্তা খোঁড়াখুঁড়ি করে। এতো খোঁড়াখুঁড়ি করলে রাস্তা কেমনে ভালো থাকে?

‘চট্টগ্রাম শহরের নিমতলা থেকে আগ্রাবাদ পর্যন্ত ৬.২ কিলোমিটার রাস্তা এখন জাইকার অর্থায়নে হচ্ছে। টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার ভারী যানবাহন চলাচল করে। ’

তিনি বলেন, চট্টগ্রাম শহরে এতো ভারী যানবাহন চলাচল করে অথচ রাস্তা ভারী যানবাহনের উপযোগী করে করা হয়নি। ওভারলোডের কারণে রাস্তার ক্ষতি হয়। তবে এখন ভারী যানবাহন উপযোগী প্রকল্প নেওয়া হয়েছে।  

‘যানজট সমস্যা রয়েছে ব্যাপক, সে তুলনায় নগর বাড়েনি। যানবাহনের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আমাদের পদ্ধতির পরিবর্তন দরকার। জনগণকে সচেতন হতে হবে। ’ 

সংলাপের শুরুতেই স্বাগত বক্তব্য দেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের প্রধান নির্বাহী (সিইও) নঈম নিজাম, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল,  নিউজটোয়েন্টিফোর টিভি হেড অব নিউজ রাহুল রাহা, বাংলানিউজের হেড অব নিউজ আহমেদ জুয়েল, স্পেশাল করেসপন্ডেন্ট তপন চক্রবর্তী, চিফ অব করেসপন্ডেন্টস তৌহিদুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা নিয়াজ মোরশেদ এলিট প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
টিএম/এসএইচএস/এমএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।