ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার এক চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার এক

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে দশরশিয়া বেলদার পাড়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ কেজি গাঁজাসহ মো. রমজান আলী (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। 

রমজান আলী চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর বাইয়াপাড়া গ্রামের মো. নাজির আলীর ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএম এর নেতৃত্বে শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে দশরশিয়া বেলদারপাড়ায় অভিযান চালায়।

অভিযানে ৩ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ মো. রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। মাদক বহনে একটি মোটরসাইকেলও জব্দ করে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত রমজান আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।