ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ৩ খাবার হোটেলকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
বান্দরবানে ৩ খাবার হোটেলকে জরিমানা 

বান্দরবান: ভেজালবিরোধী অভিযান চালিয়ে বান্দরবান সদরের তিন খাবার হোটেলকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ ডিসেম্বর) সকালে অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান।

এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান বাংলানিউজকে জানান, ক্রেতাদের নিম্নমানের খাবার পরিবেশন ও ফ্রিজে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ করার অপরাধে সদরের ‘নিউ রূপসী বাংলা’ হোটেলকে ১৫ হাজার এবং একই অপরাধে মেঘলা পর্যটন এলাকার দুই হোটেলকে পাঁচ হাজার ও তিন হাজার করে জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।