ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নানাবাড়ি যাওয়া হলো না শিশু মিথিলার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
নানাবাড়ি যাওয়া হলো না শিশু মিথিলার

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে ট্রাক্টরের সঙ্গে ভ্যানের ধাক্কায় মিথিলা (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মিথিলা নওগাঁর বদলগাছী উপজেলার রোনাহার গ্রামের সাগর হোসেনের মেয়ে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, সাগর হোসেন তার স্ত্রী ও মেয়ে মিথিলাকে নিয়ে ভ্যানে করে শ্বশুরবাড়ি আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ হলদিপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে জামালগঞ্জ বাজারে ভ্যান থেকে নামছিলেন তারা। এ সময় পেছনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরকে ধাক্কা দেয় একটি ভটভটি। এতে ভটভটির সঙ্গে ভ্যানটির চাপা লাগলে গুরুতর আহত হয় মিথিলা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।  

এ ঘটনায় চালকরা পালিয়ে গেলেও ভটভটি ও ট্রাক্টরটি আটক করেছে এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।