ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে প্রিজন ভ্যানের ধাক্কায় ওয়াসা কর্মচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
লালমনিরহাটে প্রিজন ভ্যানের ধাক্কায় ওয়াসা কর্মচারীর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটে প্রিজন ভ্যানের ধাক্কায় ফজলুল হক (৫৬) নামে ওয়াসার এক কর্মচারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

ফজলুল হক পাটগ্রাম উপজেলার পানবাড়ি গ্রামের মৃত ফান্দু পাইকারের ছেলে।

তিনি ওয়াসার মোটর চালক পদে লালমনিরহাট কারাগারে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সোমবার সকালে লালমনিরহাট কারাগারের ভেতরের গেটের পাশে ওয়াসার একটি লাইনে কাজ করছিলেন মোটর চালক ফজলুল হক। তখন আদালত থেকে কারাগারে আসামি নিতে আসা একটি প্রিজন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফজলুল হককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত ওই প্রিজন ভ্যানেই তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ ও লালমনিরহাট কোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।