ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মালবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়া এলাকার বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে পিকআপভ্যানচালক রুবেল  ও তার সহযোগী (হেলপার) কুদরত রয়েছে।

এদের উভয়ের বাড়ি খুলনা জেলায়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থল অতিক্রমকালে বাড়ি নির্মাণ সামগ্রী বোঝাই করা পিকআপটির চাকা পাংচার হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন ও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯/আপডেট: ১৫২২ ঘণ্টা
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।