ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা থেকে আটক হারুন মেম্বার, অস্ত্র-ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ঢাকা থেকে আটক হারুন মেম্বার, অস্ত্র-ইয়াবা উদ্ধার আটক হারুন মেম্বার পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মো. হারুন প্রকাশ হারুন মেম্বারকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে তার কুতুবদিয়ায় তির আস্তানায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। হারুন কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ফেরদৌস বাংলানিউজকে জানান, হারুন ইয়াবা ডন ‘বন্দুকযুদ্ধে’ নিহত সাইফুলের অন্যতম সহযোগী। মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরুর পর গা ঢাকা দেন হারুন। গত রোববার (২২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিন্টু রোড থেকে তাকে আটক করে কুতুবদিয়া থানার একদল পুলিশ। পরে ভোরে তাকে নিয়ে কুতুবদিয়ায় তার আস্তানায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হারুন মেম্বার টেকনাফ থেকে ইয়াবার চালান কুতুবদিয়া ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। এরই সুবাদে হারুন টেম্পুর হেলপার থেকে বিপুল সম্পদের মালিক বনে গেছেন বলেও জানান ওসি দিদারুল।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।