ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে ৭ তলার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
সাভারে ৭ তলার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের কলমা এলাকায় একটি পোশাক কারখানার ৭ তলার ছাদ থেকে পড়ে ফাহিমা খাতুন (২৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কলমার চেয়ারম্যানবাড়ীর পাশে অবস্থিত স্ট্যান্ডার গ্রুপের কাজিপুরী ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিমা পাবনা জেলা সদরের সাঁথিয়া থানার বাসিন্দা।

তিনি সাভারের ডেইরি ফ্রার্ম এলাকার একটি বাসায় থেকে ওই কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলামিন বাংলানিউজকে জানান, একজন শ্রমিক সাভারের কলমায় একটি পোশাক কারখানার ছাদ থেকে পড়ে গেছে এমন খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি। এসে শুনি নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত্যুর ব্যাপারে তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষ বলছেন ফাহিমা নিজেই ছাদ থেকে লাফ দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা রেদুয়ান বাংলানিউজকে বলেন, ফাহিমা কয়েকদিন ছুটিতে ছিলেন। ছুটি শেষে আজ কারখানায় আসেন। ১১টার দিকে ছাদে গিয়ে হঠাৎ লাফ দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩ , ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।