ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাভারে ইয়াবাসহ ৪ বিক্রেতা আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, ডিসেম্বর ২৩, ২০১৯
সাভারে ইয়াবাসহ ৪ বিক্রেতা আটক

সাভার (ঢাকা): সাভারে অভিযান চালিয়ে ৩৬০ পিস ইয়াবাসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক বাংলানিউজকে এতথ্য জানান।

আটকরা হলেন- আনোয়ার (২৫), মিলন (৩৪), সেলিম (৩৫) ও রাসেল (২৪)।

 

এসআই নুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ ডিসেম্বর) দিনগত রাতে সাভারের রেডিওকলোনির বৌবাজার এলাকা থেকে ওই চার মাদকবিক্রেতাকে আটক করা হয়। সেময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩৬০ পিস ইয়াবা। আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।