ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ঝালকাঠিতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ঝালকাঠি: ঝালকাঠি শহরের বিভিন্ন স্থান ঘুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।

রোববার (২২ ডিসেম্বর) দিনগত রাতে শহরের লঞ্চঘাট, কলেজ মোড়, মিনিপার্ক, বাসস্ট্যান্ড ও পেট্রোলপাম্প এলাকায় ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান, ওসি (তদন্ত) আবু তাহের মিয়া উপস্থিত ছিলেন

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় গত কয়েকদিন রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পথেঘাটে শুয়ে থাকা বেশকিছু মানুষকে কম্বল দিয়েছি।

তিনি সমাজের বিত্তবানদেরকেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।