ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাড়ি থেকে ময়লা ফেলি, আমরা নির্লজ্জ জাতি: মেয়র আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
গাড়ি থেকে ময়লা ফেলি, আমরা নির্লজ্জ জাতি: মেয়র আতিক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বিলাসবহুল গাড়িতে চড়া অনেকেই গাড়ির গ্লাস খুলে রাস্তায় ময়লা ফেলেন। যে মাটিতে মুক্তিযুদ্ধের শহীদেরা ঘুমিয়ে আছেন, জাতির জনক এবং তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে আছেন, সেই মাটিতে ময়লা ফেলা নির্লজ্জ জাতি বলেই সম্ভব।

সোমবার (২৩ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত প্রায় ৩০ লাখ প্লাস্টিক বোতলের এক ভিন্ন রকম প্রদর্শনী আয়োজন করা হয়। রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এ প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিডি ক্লিন সংগঠন এ প্রদর্শনীর আয়োজন করে।

মেয়র আতিকুল বলেন, আমরা যারা দামি দামি গাড়িতে চড়ি তারাই আবার গাড়ির গ্লাস খুলে রাস্তায় ফেলি। এ মাটিতে ৩০ লাখ শহীদ ঘুমিয়ে আছেন, জাতির পিতা ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে আছেন। এ মাটিতে কীভাবে আমরা ময়লা ফেলি? নির্লজ্জ জাতি বলেই সম্ভব। তারা শহরকে ডাস্টবিন মনে করে। আমরা সবাই তাদের ধিক্কার জানাই।  

প্লাস্টিক বর্জ্য এর ভয়াবহতা তুলে ধরে আতিক বলেন, একটি প্লাস্টিক বোতল ডিকম্পজ হতে ৪৫০ বছর সময় লাগে। এখন পৃথিবীতে প্রায় নয় দশমিক ছয় বিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য আছে। ২০৩০ সাল নাগাদ সাগরে মাছের থেকে প্লাস্টিক বর্জ্য বেশি হবে। ঢাকা শহরে প্রতিদিন সাড়ে তিন হাজার টন বর্জ্য উৎপন্ন হয় যা ২০২১ সালে পাঁচ হাজার টনে উন্নীত হবে। এখনই সময় আমরা সচেতন হয়ে সবাই মিলে সবার ঢাকা গড়ে তুলি।  

বিডি ক্লিন এর প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পানি সম্পদ মন্ত্রণায়ের সচিব কবির বিন আনোয়ার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এসএইচএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।