ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই বখাটেকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে  এ দণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযুক্ত বখাটেরা হলেন- সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের রাজপাড়া গ্রামের মৃত মো. রফিকুল ইসলামের ছেলে আব্দুল কাদের (২৭) ও একই ইউনিয়নের মিয়া চৌধুরীপাড়া গ্রামের গোলাম কবিরের ছেলে হাসিবুর রহমান (২১)।

এদের মধ্যে মো. আব্দুল কাদেরকে (২৭) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মো. হাসিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন এ দণ্ড দেন।

অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, মহারাজপুর জোড়াবকুলতলা গ্রামের বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া ছাত্রীদের বিগত এক বছরের বেশি সময় ধরে আব্দুল কাদের, হাসিবুর রহমানসহ আরও কয়েকজন  উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে গত রোববার সদর মডেল থানায় অভিযোগ করে তিন ছাত্রী। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ শেষে ইউএনও মো. আলমগীর হোসেন এ শাস্তির আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।