ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব‌রিশালে ব্যবসা প্র‌তিষ্ঠানকে জ‌রিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
ব‌রিশালে ব্যবসা প্র‌তিষ্ঠানকে জ‌রিমানা অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: ‌‌বরিশাল নগরের সদর রোড এলাকায় অভিযান চালিয়ে মোহনা জেনারেল স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ৩২(১) ধারা অনুযায়ী ওজন যন্ত্রের লাইসেন্স না থাকার অপরাধে মোহনা জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত)-এর ৪ ধারা অনুযায়ী প্রকাশ্যে ধূমপান করার অপরাধে একজনকে ১০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রসিকিউশন অফিসার। অভিযানে করে বরিশাল মহানগর পুলিশের সদস্যরা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।