ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ছবি: বাংলানিউজ

সিলেট: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল ইসলাম নুরের উপর হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা রাতে নগরের কোর্টপয়েন্ট থেকে বের হওয়া মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভা থেকে ভিপি নুরসহ অন্যদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।

মিছিলে পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়ক নাছির উদ্দিন, সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন সুজন, নাজমুস সাকিব ও আলী হোসেন প্রমুখ।

গত রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ নামীয় সংগঠনের নেতাকর্মীরা ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের উপর হামলা করলে বেশ কয়েকজন আহত হন।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এনইউ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।