ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুয়াকাটায় র‌্যাবের মাদকবিরোধী ‘বিচ ম্যারাথন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
কুয়াকাটায় র‌্যাবের মাদকবিরোধী ‘বিচ ম্যারাথন’

কুয়াকাটা: মাদকবিরোধী সচেতনার লক্ষ্যে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ‘বিচ ম্যারাথন’ আয়োজন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আয়োজিত ‘মাদকের বিরুদ্ধে দৌড়াও বাংলাদেশ’ শিরোনামে ১০ কিলোমিটারব্যাপী এ বিচ ম্যারাথনে অংশ নিচ্ছেন পটুয়াখালী ও বরগুনার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী।

র‌্যাব জানায়, ২০১৮ সালের ৩ মে থেকে র‌্যাব ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’-স্লোগানে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু করে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় বন্দুকযুদ্ধে ১৩০ জন মাদকব্যবসায়ী নিহত হয়।

গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে ৩২ হাজার ৭৪৬ জন মাদকব্যবসায়ী। উদ্ধার হয়েছে হেরোইন ৬৫ কেজি, ইয়াবা ১ কোটি ৪০ লাখ ৯৪ হাজার পিস, ফেনসিডিল ২ লাখ ৪১ হাজারের বেশি, বিদেশি মদ ১৫ হাজার ৫১০ বোতল ও ২ কোটি ২৩ লাখ ৬৫ হাজার লিটার দেশি মদ।

এ বিষয়ে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পটুয়াখালী, বরগুনা স্থানীয় ৩০টি স্কুল-কলেজের ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি বেশি থাকে। সেটি অধিক গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ‘মাদকের বিরুদ্ধে দৌড়াও বাংলাদেশ’-স্লোগান নিয়ে মাদকবিরোধী এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব তৈরি হয়।  

তিনি আরও বলেন, নৌ ও সীমান্তবর্তী স্থানীয় এলাকার যুব সমাজ যেন মাদকে না জড়ায়, সে চেষ্টা র্যাব শুরু থেকে করে আসছে। আজকের অনুষ্ঠানটি প্রচার-প্রচারণার মাধ্যমে মাদকবিরোধী এ ক্যাম্পেইন আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন র‌্যাব-৮ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।